থর মরুভূমির সৃষ্টির কারণ কী? | মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | WBBSE Madhyamik Geography Question Answer | থর মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখো। থর মরুভূমি সৃষ্টির কারণগুলি আলোচনা করো।
হ্যালো শিক্ষার্থী বন্ধু আশাকরি সকলেই ভালো রয়েছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটি হল থর মরুভূমির সৃষ্টির কারণ কী? , এই “থর মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখো।” প্রশ্নটি তোমাদের ভূগোল বিষয়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। থর মরুভূমির সৃষ্টির কারণ কী? এই প্রশ্নটিকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে খুব সহজ ভাষায় বর্ণনা করেছি। এই থর মরুভূমির সৃষ্টির কারণ কী? প্রশ্নটি তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্ন। এই থর মরুভূমির সৃষ্টির কারণ কী? প্রশ্নটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই অবহেলা না করে উত্তরটি মনোযোগ সহকারে স্টাডি করো। আমরা বিস্তারিত ভাবে তোমাদের মত করে তোমাদের ভাষায় এই দশম শ্রেণীর, ভূগোল বিষয়ের থর মরুভূমি সৃষ্টির কারণগুলি আলোচনা করো, প্রশ্নটি আলোচনা করেছি ।
প্রশ্নঃ- থর মরুভূমির সৃষ্টির কারণ কী?
অথবা,
থর মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখো।
অথবা,
থর মরুভূমি সৃষ্টির কারণগুলি আলোচনা করো।
উত্তরঃ-
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখাটি খাম্বাত উপসাগরের ওপর দিয়ে কাথিয়াবাড় হয়ে গুজরাত ও পশ্চিম রাজস্থানে প্রবেশ করলেও মৌসুমি বায়ুকে প্রতিহত করার মতো কোনো উচ্চভূমি না থাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে না। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলার ফলে অনাবৃষ্টির কারণে ভারতে পশ্চিমে রাজস্থানের পশ্চিমাংশে থর মরুভূমির সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 20 cm এর কম।
থর মরুভূমি সৃষ্টির কারণসমূহ : থর বা রাজস্থানের মরুভূমি ভারতের একমাত্র উষ্ণ মরুভূমি। এটি সৃষ্টির কতকগুলি কারণ রয়েছে —
1. উষ্ণ ও শুষ্ক আয়ন বায়ুর প্রভাব :
গ্রীষ্মকালে এই অঞ্চলের ওপর দিয়ে উষ্ণ ও শুষ্ক আয়ন বায়ু প্রবাহিত হয় বলে তখন এখানে বৃষ্টিপাত তেমন হয় না। দীর্ঘদিন বৃষ্টিপাত অত্যন্ত অল্প হওয়া বা না হওয়ার জন্যই এখানে মরুভূমি সৃষ্টি হয়েছে।
2. আরাবল্লি পর্বতের বৈশিষ্ট্যপূর্ণ অবস্থান :
থর মরুভূমির পূর্ব দিকে অবস্থিত আরাবল্লি পর্বত মৌসুমি বায়ুর গতিপথের সমান্তরালে দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্বে বিস্তৃত বলে, আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা বাধাহীন ভাবে রাজস্থানের ওপর দিয়ে চলে যায়। ফলে এখানে বৃষ্টিপাত ঘটাতে পারে না।
3. বায়ুতে জলীয় বাষ্পের স্বল্পতা :
পূর্ব ভারতে বৃষ্টি দেওয়ার পর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখার অবশিষ্টাংশ যখন এই অঞ্চলে প্রবেশ করে, তখন তাতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কমে যায়। ফলে ওই বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় না বললেই চলে।
আশাকরি তোমাদের থর মরুভূমির সৃষ্টির কারণ কী? অংশটি থেকে সকল ধরনের সংশয় কমপ্লিট হয়েছে। আমরা আমাদের সর্বাঙ্গীণ প্রচেষ্টা করেছি তোমাদের এই “থর মরুভূমির সৃষ্টির কারণ কী?” বিষয়টি থেকে সব ধরণের তথ্য দেওয়ার জন্য, এখন কাজ হল তোমাদের বাড়িতে পড়ার । পড়তে থাকো , প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মানুষকে উত্তম করে তোলে। যত পড়বে তত শিখবে, ততই জ্ঞানী হবে।
তোমাদের ভূগোল এর বিভিন্ন অধ্যায়ের প্রাকটিসের জন্য আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারো, সম্পূর্ণ ফ্রিতে, নিচে লিঙ্ক দেওয়া আছে কুইজে অংশ নিতে পারো।
ভূগোল এর অন্যান্য অধ্যায় গুলি সম্পর্কে আরও পড়তে চাইলে নিচে অধ্যায় অনুযায়ী লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে বিভিন্ন ক্লাস এর অন্য অধ্যায় গুলি পড়ে নাও। আমাদের পরিসেবা তোমাদের ভালো লাগলে আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারো।