মনেক্স (Monex) কী? | মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | WBBSE Madhyamik Geography Question Answer | Monsoon Experiment in Bangla
হ্যালো শিক্ষার্থী বন্ধু আশাকরি সকলেই ভালো রয়েছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটি হল মনেক্স (Monex) কী? , এই “মনেক্স (Monex) কী?” প্রশ্নটি তোমাদের ভূগোল বিষয়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনেক্স (Monex) কী? এই প্রশ্নটিকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে খুব সহজ ভাষায় বর্ণনা করেছি। এই মনেক্স (Monex) কী? প্রশ্নটি তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্ন। এই মনেক্স (Monex) কী? প্রশ্নটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই অবহেলা না করে উত্তরটি মনোযোগ সহকারে স্টাডি করো। আমরা বিস্তারিত ভাবে তোমাদের মত করে তোমাদের ভাষায় এই দশম শ্রেণীর, ভূগোল বিষয়ের মনেক্স (Monex) কী? প্রশ্নটি আলোচনা করেছি ।
প্রশ্নঃ- মনেক্স (Monex) কী? Monsoon Experiment কী?
উত্তরঃ-
Monex হল Monsoon Experiment বা মৌসুমি গবেষণা। বিশ্ব বায়ুমণ্ডল গবেষণা প্রকল্পের তত্ত্বাবধানে মৌসুমি জলবায়ু গবেষণার যে বিশেষ কার্যক্রম স্থির করা হয়, তাকে Monex বলে।
MONEX-এর উদ্দেশ্য :
MONEX-এর প্রধান উদ্দেশ্য ছিল ভারতে মৌসুমি বায়ুর উৎপত্তি, বৃষ্টিপাতের অনিশ্চয়তা, ঋতুভিত্তিক বৈপরীত্যের কারণ ইত্যাদি নিয়ে গবেষণা করা।
MONEX-এর কর্মসূচির রূপরেখা :
MONEX-এর অধীনে তিনটি প্রধান কর্মসূচি নেওয়া হয়। এগুলি হল—
1. শীতকালে 1 ডিসেম্বর 1978 থেকে 5 মার্চ 1979-এর মধ্যে পূর্ব ভারত মহাসাগরে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমীক্ষা চালানো।
2. গ্রীষ্মকালে 1 মে থেকে 31 আগস্ট 1979-এর মধ্যে আফ্রিকার পূর্ব উপকূল, আরব সাগর ও বঙ্গোপসাগর সংলগ্ন স্থলভাগ এবং 10° উত্তর ও 10° দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে সমীক্ষা চালানো।
3. 1 মে থেকে 31 আগস্ট 1979-এর মধ্যে পশ্চিম ও মধ্য আফ্রিকায় মৌসুমি বায়ু সংক্রান্ত পর্যবেক্ষণ চালানো। এই সমীক্ষাগুলিকে সাহায্য করার উদ্দেশ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুর ও ভারতের নতুন দিল্লিতে সহযোগিতা কেন্দ্র স্থাপন করা হয়।
MONEX-এর তথ্য সংগ্রহের মাধ্যম :
MONEX-এর কর্মসূচি রূপায়ণের জন্য উক্ত দেশগুলির জাহাজ, বিমান ও উপগ্রহ চিত্রের সাহায্য নেয়া হয়। MONEX-এর কর্মযজ্ঞ সম্পাদনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি বিমান, সোভিয়েত রাশিয়া 5টি জাহাজ, ভারত 4টি জাহাজ ও একটি বিমান এবং ফ্রান্স একটি জাহাজ প্রেরণ করে। এ ছাড়াও এই দেশগুলি একযোগে 5টি জিওস্টেশনারি উপগ্রহ (Geostationary Statellite) এবং বেশ কয়েকটি সানসিনক্রোনাস উপগ্রহ (Sunsynchronus Statellite) ব্যবহার করে। এদের মধ্যে ভারত প্রেরিত কৃত্রিম উপগ্রহ INSAT, মার্কিন যুক্তরাষ্ট্র প্রেরিত GOES এবং ইউরোপীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (European Space Agency) প্রেরিত 'METEOSAT' উল্লেখযোগ্য। এ ছাড়াও বাংলাদেশের ঢাকায় জাপান কর্তৃক একটি উপগ্রহ প্রেরণ করা হয়।
আশাকরি তোমাদের মনেক্স (Monex) কী? অংশটি থেকে সকল ধরনের সংশয় কমপ্লিট হয়েছে। আমরা আমাদের সর্বাঙ্গীণ প্রচেষ্টা করেছি তোমাদের এই “মনেক্স (Monex) কী?” বিষয়টি থেকে সব ধরণের তথ্য দেওয়ার জন্য, এখন কাজ হল তোমাদের বাড়িতে পড়ার । পড়তে থাকো , প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মানুষকে উত্তম করে তোলে। যত পড়বে তত শিখবে, ততই জ্ঞানী হবে।
তোমাদের ভূগোল এর বিভিন্ন অধ্যায়ের প্রাকটিসের জন্য আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারো, সম্পূর্ণ ফ্রিতে, নিচে লিঙ্ক দেওয়া আছে কুইজে অংশ নিতে পারো।
ভূগোল এর অন্যান্য অধ্যায় গুলি সম্পর্কে আরও পড়তে চাইলে নিচে অধ্যায় অনুযায়ী লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে বিভিন্ন ক্লাস এর অন্য অধ্যায় গুলি পড়ে নাও। আমাদের পরিসেবা তোমাদের ভালো লাগলে আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারো।