Type Here to Get Search Results !

রেগুর কী? | রেগুর মাটি কী? মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | WBBSE Madhyamik Geography Question Answer

WB..Note 0

রেগুর কী? | রেগুর মাটি কী? Black Soil in Bengali | মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | WBBSE Madhyamik Geography Question Answer


হ্যালো শিক্ষার্থী বন্ধু আশাকরি সকলেই ভালো রয়েছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটি হল 'রেগুর' কী? , এই “'রেগুর' কী?” প্রশ্নটি তোমাদের ভূগোল বিষয়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 'রেগুর' কী? এই প্রশ্নটিকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে খুব সহজ ভাষায় বর্ণনা করেছি। এই 'রেগুর' কী? প্রশ্নটি তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্ন।  এই 'রেগুর' কী? প্রশ্নটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই অবহেলা না করে উত্তরটি মনোযোগ সহকারে স্টাডি করো। আমরা বিস্তারিত ভাবে তোমাদের মত করে তোমাদের ভাষায় এই দশম শ্রেণীর, ভূগোল বিষয়ের 'রেগুর' কী? প্রশ্নটি আলোচনা করেছি । 
রেগুর কী? | রেগুর মাটি কী? মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | WBBSE Madhyamik Geography Question Answer

প্রশ্নঃ-  'রেগুর' কী? 

অথবা, 

'কৃষ্ণ মাটি' কী?

অথবা, 

'কালো মাটি' কী?


উত্তরঃ-
ভারতের মধ্য প্রদেশ ও মহারাষ্ট্রের পশ্চিমাংশ এবং গুজরাত, কর্ণাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশ তথা উপদ্বীপীয় মালভূমির ডেকানট্রাপ অঞ্চলে ব্যাসল্ট শিলা থেকে উদ্ভূত যে কালো বর্ণের মৃত্তিকা দেখা যায়, তাকে কৃয় মৃত্তিকা বা রেগুর বলে। বিভিন্ন খনিজ সমৃদ্ধ এই মৃত্তিকা খুব উর্বর।

রেগুর মাটি, কৃষ্ণ মাটি, কালো মাটি সম্পর্কে কিছু তথ্য এই তিনটি মাটি একই মাটি, 

কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর। তেলুগু শব্দ রেগাড়া থেকে এই রেগুর নামের উৎপত্তি। এটি। দাক্ষিণাত্য মালভূমির অন্যতম গুরুত্বপূর্ণ মৃত্তিকা। এই মৃত্তিকায় ফসফরাস, নাইট্রোজেন এবং জৈব পদার্থ কম থাকলেও লােহা, চুন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও অ্যালুমিনিয়াম যথেষ্ট পরিমাণে থাকে। 



আশাকরি তোমাদের 'রেগুর' কী? অংশটি থেকে সকল ধরনের সংশয় কমপ্লিট হয়েছে। আমরা আমাদের সর্বাঙ্গীণ প্রচেষ্টা করেছি তোমাদের এই “'রেগুর' কী?” বিষয়টি থেকে সব ধরণের তথ্য দেওয়ার জন্য, এখন কাজ হল তোমাদের বাড়িতে পড়ার । পড়তে থাকো , প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মানুষকে উত্তম করে তোলে। যত পড়বে তত শিখবে, ততই জ্ঞানী হবে। 

তোমাদের ভূগোল এর বিভিন্ন অধ্যায়ের প্রাকটিসের জন্য আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারো, সম্পূর্ণ ফ্রিতে, নিচে লিঙ্ক দেওয়া আছে কুইজে অংশ নিতে পারো।

ভূগোল এর অন্যান্য অধ্যায় গুলি সম্পর্কে আরও পড়তে চাইলে নিচে অধ্যায় অনুযায়ী লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে বিভিন্ন ক্লাস এর অন্য অধ্যায় গুলি পড়ে নাও। আমাদের পরিসেবা তোমাদের ভালো লাগলে আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারো।


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Show ad in Posts/Pages