ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। | মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | WBBSE Madhyamik Geography Question Answer
হ্যালো শিক্ষার্থী বন্ধু আশাকরি সকলেই ভালো রয়েছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটি হল ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। , এই ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। প্রশ্নটি তোমাদের ভূগোল বিষয়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটিকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে খুব সহজ ভাষায় বর্ণনা করেছি। এই ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। প্রশ্নটি তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্ন। এই ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। প্রশ্নটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই অবহেলা না করে উত্তরটি মনোযোগ সহকারে স্টাডি করো। আমরা বিস্তারিত ভাবে তোমাদের মত করে তোমাদের ভাষায় এই দশম শ্রেণীর, ভূগোল বিষয়ের ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। প্রশ্নটি আলোচনা করেছি ।
প্রশ্নঃ- ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।
উত্তরঃ- ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব অপরিসীম। তাই ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয়। এর প্রভাবগুলি নীচে আলোচনা করা হল।
(a) আর্দ্র পরিবর্তন ও শুষ্ক শীতকাল:
ভারতে গ্রীষ্মকালে আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌমুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় এবং শীতকাল উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে শুষ্ক থাকে।
(b) ঋতু পরিবর্তন:
মৌসুমি বায়ুর আগমণ ও প্রত্যাগমন-এর ওপর নির্ভর করে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত প্রশ্ন চারটি ঋতু চক্রাকারে আবর্তিত হয়।
(c) বৃষ্টিপাত:
মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে 90% বৃষ্টিপাত হয়।
(d) উষ্ণতা:
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমণে গ্রীষ্মকালের শেষে বৃষ্টিপাত ঘটিয়ে উদ্বুতা কিছুটা হ্রাস করে। ও উত্তপূর্ব মৌসুমি বায়ুর ফলে শীতের প্রভাব বৃদ্ধি পায়।
(e) প্রাকৃতিক দুর্যোগ:
মৌসুমি বায়ুর অনিয়মিত ও অনিশ্চয়তার জন্য অতিবৃষ্টি ও অনাবৃষ্টির কারণে কোথাও বন্যা আবার কোথাও খরা সৃষ্টি হয়।
(f) ঘূর্ণাবাত সৃষ্টি:
শরৎকালে মৌসুমি বায়ুর প্রত্যাগমণের সময় এবং সমুদ্রবায়ুর সংঘর্ষে বঙ্গোপসাগরে বা আরবসাগরে ঘূর্ণবাত সৃষ্টি হয়।
আশাকরি তোমাদের ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো, অংশটি থেকে সকল ধরনের সংশয় কমপ্লিট হয়েছে। আমরা আমাদের সর্বাঙ্গীণ প্রচেষ্টা করেছি তোমাদের এই ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। বিষয়টি থেকে সব ধরণের তথ্য দেওয়ার জন্য, এখন কাজ হল তোমাদের বাড়িতে পড়ার । পড়তে থাকো , প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মানুষকে উত্তম করে তোলে। যত পড়বে তত শিখবে, ততই জ্ঞানী হবে।
তোমাদের ভূগোল এর বিভিন্ন অধ্যায়ের প্রাকটিসের জন্য আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারো, সম্পূর্ণ ফ্রিতে, নিচে লিঙ্ক দেওয়া আছে কুইজে অংশ নিতে পারো।
ভূগোল এর অন্যান্য অধ্যায় গুলি সম্পর্কে আরও পড়তে চাইলে নিচে অধ্যায় অনুযায়ী লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে বিভিন্ন ক্লাস এর অন্য অধ্যায় গুলি পড়ে নাও। আমাদের পরিসেবা তোমাদের ভালো লাগলে আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারো।