"প্রাচীন ভারতের ইতিহাস" বিষয়ক 100 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
1)খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে মোট কতগুলি মহাজনপদ ছিল?
☞ 16 টি।
2) ষোড়শ মহাজনপদের মধ্যে কোন কোন মহাজনপদে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ছিল?
☞ বৃজি ও মল্ল।
3) দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদের নাম কি?
☞ অস্মক।
4) কোন কোন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়?
☞ বৌদ্ধ জাতক, অঙ্গুত্তরনিকায়, জৈন ভগবতী সূত্র ও হিন্দু পুরাণ।
5) হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
☞ বিম্বিসার।
6) বিম্বিসারের উপাধি কি ছিল?
☞ শ্রেনিক।
7) বিম্বিসারের রাজধানী কোথায় ছিল?
☞গিরিব্রজ।
8) হর্ষঙ্ক বংশের রাজা অজাতশত্রুর উপাধি কি ছিল?
☞ কুনিক।
9) কে পাটলিপুত্র নগরী স্থাপন করেন?
☞ উদয়ীন।
10) হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন?
☞ নাগ দশক।
11) হর্ষঙ্ক বংশের পর কে মগদের সিংহাসন দখল করেন?
☞ শিশুনাগ।
12) শিশুনাগের রাজধানী কোথায় ছিল?
☞ বৈশালী।
13) শিশুনাগ বংশের শেষ সম্রাট কে ছিলেন?
☞ কালাশোক।
15) শিশুনাগ বংশের পর মগধের কোন রাজবংশ রাজত্ব করেছিল?
☞নন্দ বংশ।
16) নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
☞ মহাপদ্ম নন্দ।
17) "দ্বিতীয় পরশুরাম" কাকে বলা হয়?
☞ মহাপদ্ম নন্দ কে।
18) মহাপদ্ম নন্দ কোন কোন উপাধিতে ভূষিত করা হয়?
☞ একরাট ও সর্বক্ষত্রান্তক।
19) উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়?
☞ মহাপদ্ম নন্দ কে।
20) নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন?
☞ ধননন্দ।
21) কোন সম্রাটের রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন?
☞ ধননন্দ।
22) ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়?
☞ চন্দ্রগুপ্ত মৌর্য কে।
23) গ্রিক লেখকদের বর্ণনায় কাকে 'সান্ড্রোকোট্টাস' নামে অভিহিত করা হয়েছে?
☞ চন্দ্রগুপ্ত মৌর্য কে।
24) শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?
☞পুষ্যমিত্র শুঙ্গ ।
25) কোন বৈদেশিক শক্তি প্রথম ভারত আক্রমন করেছিল?
☞পারসিক।
26) আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন?
☞ 327 খ্রিস্টপূর্বাব্দে।
27) মুদ্রারাক্ষস গ্রন্থটি কার লেখা?
☞বিশাখদত্ত।
28) ব্যাকট্রিয় গ্রিক রাজা মিনান্দারের রাজধানী কোথায় ছিল?
☞শাকল/ শিয়ালকোট।
29) কুষান রা কোন জাতির শাখা?
☞ইউ-চি।
30)কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
☞কণিষ্ক
31) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
☞সিমুক।
32) নাসিক প্রশস্তি কে রচনা করেন?
☞ গৌতমি বলশ্রী।
33) কোন সাতবাহন নরপতি দক্ষিণাপথপতি ও অপ্রতিহত চক্র উপাধি গ্রহণ করেন?
☞ প্রথম সাতকর্ণী।
34)শকাব্দ কে কবে প্রবর্তন করেন?
☞78 খ্রীঃ কনিষ্ক।
35)ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে?
☞বিম কদফিসিস।
36) কোন বংশের রাজারা দৈবপুত্র উপাধি গ্রহণ করতেন?
☞ কুষাণ বংশের রাজারা।
37)চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোন কুষাণ রাজার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল?
☞কণিষ্ক।
38) কুষাণ সম্রাট কনিষ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন?
☞ বৌদ্ধ।
39) সাতবাহন রাজাদের রাজধানী কোথায় ছিল?
☞ প্রতিষ্ঠান।
40) সাতবাহন রাজাদের প্রধান বন্দর কি?
ছিল?
☞সোপারা।
41) কোন বংশের রাজাদের পুরাণে "অন্ধ্যভৃত্য" বলে বর্ণনা করা?
☞ সাতবাহন রাজাদের।
42)"গাঁথা সপ্তসতী" গ্রন্থটি কার লেখা?
☞হলা।
43)"বৃহৎকথা"গ্রন্থটি কার লেখা?
☞গুণাঢ্য।
44)"ভারতের রক্ষাকর্তা" কাকে বলা হয়?
☞স্কন্ধগুপ্ত।
45) নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
☞ প্রথম কুমার গুপ্ত।
46) কোন গুপ্ত সম্রাট "কবিরাজ" উপাধি গ্রহণ করেছিলেন?
☞ সমুদ্র গুপ্ত।
47) "ভারতের নেপোলিয়ন" কাকে বলা হয়?
☞ সমুদ্র গুপ্ত কে।
48) কোন গুপ্ত সম্রাটকে "শত যুদ্ধের নায়ক" বলা হয়?
☞সমুদ্রগুপ্ত।
49)গুপ্ত বংশের রাজকীয় প্রতীক চিহ্ন কি ছিল?
☞গরুড়।
50)গুপ্ত যুগের রাজ ভাষা কি ছিল?
☞সংস্কৃত।
51) ভারতের কোথায় প্রাগৈতিহাসিক যুগের হাতকুঠার আবিষ্কৃত হয়েছে?
☞তামিলনাড়ুর পাল্লাভারাম।
52) তামিলনাড়ুর পাল্লাভারাম থেকে কে এবং কবে প্রাগৈতিহাসিক যুগের একটি হাতকুঠার আবিষ্কার করেছিলেন?
☞রবার্ট ব্রুস ফুটি, 1863 খ্রিস্টাব্দে।
53) কোন যুগের মানুষ আগুন আবিষ্কার করেছিল?
☞প্রাচীন প্রস্তর যুগের মানুষ।
54) নব্য প্রস্তর যুগের সংস্কৃতিকে কে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি বলে অভিহিত করেছেন?
☞ভি.গর্ডন চাইল্ড।
55) হরপ্পা সভ্যতার কোথায় অগ্নি বেদী (Fire Altars) আবিষ্কৃত হয়েছে?
☞কালিবঙ্গান ও লোথাল।
56) কালিবঙ্গানে কয়টি অগ্নিবেদী আবিষ্কৃত হয়েছে?
☞7টি।
57) হরপ্পা সভ্যতার কোথায় জল সংরক্ষণের জন্য নির্মিত বৃহৎ জলাধারের সন্ধান পাওয়া গেছে?
☞ধোলাভিরা।
58) ধোলাভিরা কোথায় অবস্থিত?
☞ধোলাভিরা বর্তমান গুজরাটের কচ্ছ জেলায় লুনি নদীর তীরে অবস্থিত।
59) হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়?
☞লোথাল (কার্পাস উৎপাদনে প্রধান কেন্দ্র হওয়ার কারণে)।
60) আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
☞মধ্য এশিয়ার ইউরাল পর্বতের দক্ষিনে কিরঘিজ তৃণভূমি অঞ্চল।
61) আর্যদের আদি বাসস্থান মধ্যএশিয়া বলে কোন ঐতিহাসিক অভিমত প্রকাশ করেছেন?
☞ঐতিহাসিক ম্যাক্সমুলার।
51) ভারতের কোথায় প্রাগৈতিহাসিক যুগের হাতকুঠার আবিষ্কৃত হয়েছে?
☞তামিলনাড়ুর পাল্লাভারাম।
52) তামিলনাড়ুর পাল্লাভারাম থেকে কে এবং কবে প্রাগৈতিহাসিক যুগের একটি হাতকুঠার আবিষ্কার করেছিলেন?
☞রবার্ট ব্রুস ফুটি, 1863 খ্রিস্টাব্দে।
53) কোন যুগের মানুষ আগুন আবিষ্কার করেছিল?
☞প্রাচীন প্রস্তর যুগের মানুষ।
54) নব্য প্রস্তর যুগের সংস্কৃতিকে কে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি বলে অভিহিত করেছেন?
☞ভি.গর্ডন চাইল্ড।
55) হরপ্পা সভ্যতার কোথায় অগ্নি বেদী (Fire Altars) আবিষ্কৃত হয়েছে?
☞কালিবঙ্গান ও লোথাল।
56) কালিবঙ্গানে কয়টি অগ্নিবেদী আবিষ্কৃত হয়েছে?
☞7টি।
57) হরপ্পা সভ্যতার কোথায় জল সংরক্ষণের জন্য নির্মিত বৃহৎ জলাধারের সন্ধান পাওয়া গেছে?
☞ধোলাভিরা।
58) ধোলাভিরা কোথায় অবস্থিত?
☞ধোলাভিরা বর্তমান গুজরাটের কচ্ছ জেলায় লুনি নদীর তীরে অবস্থিত।
59) হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়?
☞লোথাল (কার্পাস উৎপাদনে প্রধান কেন্দ্র হওয়ার কারণে)।
60) আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
☞মধ্য এশিয়ার ইউরাল পর্বতের দক্ষিনে কিরঘিজ তৃণভূমি অঞ্চল।
61) আর্যদের আদি বাসস্থান মধ্যএশিয়া বলে কোন ঐতিহাসিক অভিমত প্রকাশ করেছেন?
☞ঐতিহাসিক ম্যাক্সমুলার।
62) সামবেদের উপবেদের নাম কি?
☞গান্ধর্ব বেদ।
63) গান্ধর্ব বেদের বিষয়বস্তু কি?
☞সঙ্গীত কলা।
64)"আর্য" শব্দটির আক্ষরিক অর্থ কি?
☞সদ্বংশজাত।
65) মহাবীর জৈন কোথায় কৈবল্য লাভ করেছিলেন?
☞জাম্বিকগ্রামে।
65) মহাবীর জৈন কোন নদীর তীরে কৈবল্য লাভ করেছিলেন?
☞ঋজুপালিকা নদী।
66) মহাবীর জৈন কোন গাছের নিচে কৈবল্য লাভ করেছিলেন?
☞শাল গাছের নিচে।
67) মহাবীর জৈন কত বছর বয়সে কৈবল্য লাভ করেছিলেন?
☞42 বছর বয়সে।
66) কার তত্ত্বাবধানে ত্রিপিটক রচিত হয়েছিল?
☞মহাকাশ্যপ।
67) চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
☞কাশ্মীরের কুন্দলবন, 72 খ্রিষ্টাব্দে।
68)কোন সম্রাটের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
☞কুষাণ সম্রাট কনিষ্ক।
69) চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?
☞বসুমিত্র।
70)চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সহ সভাপতি কে ছিলেন?
☞অশ্বঘোষ।
71) কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা মহাযান ও হীনযান সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়েছিল?
☞চতুর্থ বৌদ্ধ সম্মেলনে।
72) কোন সম্রাটের রাজত্বকালে গৌতম বুদ্ধ ও মহাবীর জৈন উভয়েই নিজ নিজ ধর্মমত প্রচার করেছিলেন?
☞হর্ষঙ্ক বংশের সম্রাট বিম্বিসার।
73)ষোড়শ মহাজনপদের কোন মহাজনপদ সূতি বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ছিল?
☞কাশী মহাজনপদ।
74) কাশী মহাজনদের রাজধানী কোথায় ছিল?
☞বারাণসী।
75)ষোড়শ মহাজনপদের কোন মহাজনপদ ঘোড়া কেনাবেচার কেন্র হিসাবে বিখ্যাত ছিল?
☞কাশী মহাজনপদ।
76) বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন?
☞শশাঙ্ক।
76) প্রথম জীবনের শশাঙ্ক কোন রাজার সামন্ত ছিলেন?
☞মহাসেন গুপ্ত।
77) শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
☞কর্ণসুবর্ণ।
78) বাংলার কোন নরপতি "নরেন্দ্রাদিত্য" উপাধি গ্রহণ করেছিলেন?
☞শশাঙ্ক।
77) কোন গ্রন্থে শশাঙ্ককে "গোড়াধম" ও " গৌড়ভুজঙ্গ" নামে ভূষিত করা হয়েছে?
☞হর্ষবর্ধনের সভাকবি বানভট্টের "হর্ষচরিত" গ্রন্থে।
78) হর্ষাব্দ বা হর্ষ সম্বৎ কে কবে প্রচলন করেছিলেন?
☞হর্ষবর্ধন, 606 খ্রীষ্টাব্দ।
79) হর্ষবর্ধন কবে সিংহাসনে বসেছিলেন?
☞606 খ্রীষ্টাব্দ।
80)"নাগানন্দ","রত্নাবলী" ও "প্রিয়দর্শিকা" নাটক তিনটি কার লেখা?
☞হর্ষবর্ধন।
☞গান্ধর্ব বেদ।
63) গান্ধর্ব বেদের বিষয়বস্তু কি?
☞সঙ্গীত কলা।
64)"আর্য" শব্দটির আক্ষরিক অর্থ কি?
☞সদ্বংশজাত।
65) মহাবীর জৈন কোথায় কৈবল্য লাভ করেছিলেন?
☞জাম্বিকগ্রামে।
65) মহাবীর জৈন কোন নদীর তীরে কৈবল্য লাভ করেছিলেন?
☞ঋজুপালিকা নদী।
66) মহাবীর জৈন কোন গাছের নিচে কৈবল্য লাভ করেছিলেন?
☞শাল গাছের নিচে।
67) মহাবীর জৈন কত বছর বয়সে কৈবল্য লাভ করেছিলেন?
☞42 বছর বয়সে।
66) কার তত্ত্বাবধানে ত্রিপিটক রচিত হয়েছিল?
☞মহাকাশ্যপ।
67) চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
☞কাশ্মীরের কুন্দলবন, 72 খ্রিষ্টাব্দে।
68)কোন সম্রাটের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
☞কুষাণ সম্রাট কনিষ্ক।
69) চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?
☞বসুমিত্র।
70)চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সহ সভাপতি কে ছিলেন?
☞অশ্বঘোষ।
71) কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা মহাযান ও হীনযান সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়েছিল?
☞চতুর্থ বৌদ্ধ সম্মেলনে।
72) কোন সম্রাটের রাজত্বকালে গৌতম বুদ্ধ ও মহাবীর জৈন উভয়েই নিজ নিজ ধর্মমত প্রচার করেছিলেন?
☞হর্ষঙ্ক বংশের সম্রাট বিম্বিসার।
73)ষোড়শ মহাজনপদের কোন মহাজনপদ সূতি বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ছিল?
☞কাশী মহাজনপদ।
74) কাশী মহাজনদের রাজধানী কোথায় ছিল?
☞বারাণসী।
75)ষোড়শ মহাজনপদের কোন মহাজনপদ ঘোড়া কেনাবেচার কেন্র হিসাবে বিখ্যাত ছিল?
☞কাশী মহাজনপদ।
76) বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন?
☞শশাঙ্ক।
76) প্রথম জীবনের শশাঙ্ক কোন রাজার সামন্ত ছিলেন?
☞মহাসেন গুপ্ত।
77) শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
☞কর্ণসুবর্ণ।
78) বাংলার কোন নরপতি "নরেন্দ্রাদিত্য" উপাধি গ্রহণ করেছিলেন?
☞শশাঙ্ক।
77) কোন গ্রন্থে শশাঙ্ককে "গোড়াধম" ও " গৌড়ভুজঙ্গ" নামে ভূষিত করা হয়েছে?
☞হর্ষবর্ধনের সভাকবি বানভট্টের "হর্ষচরিত" গ্রন্থে।
78) হর্ষাব্দ বা হর্ষ সম্বৎ কে কবে প্রচলন করেছিলেন?
☞হর্ষবর্ধন, 606 খ্রীষ্টাব্দ।
79) হর্ষবর্ধন কবে সিংহাসনে বসেছিলেন?
☞606 খ্রীষ্টাব্দ।
80)"নাগানন্দ","রত্নাবলী" ও "প্রিয়দর্শিকা" নাটক তিনটি কার লেখা?
☞হর্ষবর্ধন।
81)"নাগানন্দ","রত্নাবলী" ও "প্রিয়দর্শিকা" নাটক তিনটি কোন ভাষায় লেখা?
☞সংস্কৃত ভাষায়।
82) ওদন্তপুরী মহাবিহার বা উদ্যানপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন
☞গোপাল।
83) ওদন্তপুরী মহাবিহার কোথায় গড়ে উঠেছিল?
☞বর্তমান বিহারের নালন্দা জেলার বিহার শরিফ।
84) ওদন্তপুরী মহাবিহার কে ধ্বংস করেছিলেন?
☞ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী।
85)"বিক্রমাংকদেবচরিত গ্রন্থটি কে রচনা করেন?
☞বিল্হন।
86)বিল্হন কোন রাজার সভাকবি ছিলেন?
☞কল্যাণে চালুক্য বংশের রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য।
87) পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
☞প্রথম মহিপাল।
88) কোন পাল রাজার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
☞দ্বিতীয় মহিপাল।
87) কোন পাল রাজা কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন?
☞রামপাল।
87) কৈবর্ত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?
☞দিব্য/দিব্বোক।
88)"দানসাগর" ও "অদ্ভুতসাগর" গ্রন্থ দুটি রচনা করেছিলেন?
☞বল্লাল সেন।
89) বাংলার কোন রাজা "অরিরাজ-মর্দন-শংকর" উপাধি গ্রহণ করেছিলেন?
☞লক্ষণ সেন।
90) কোন পল্লব রাজা "বাতাপিকোন্ডা" উপাধি গ্রহণ করেছিলেন?
☞প্রথম নরসিংহ বর্মন।
91) কোন সম্রাটের রাজত্বকালে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল?
☞কুষাণ সম্রাট কনিষ্ক।
92) গান্ধার শিল্প কোন কোন শিল্পশৈলী সংমিশ্রণ?
☞গ্রীক ও রোমান শিল্পশৈলী সংমিশ্রণ।
93) কোন শিলালেখ থেকে মৌর্য যুগের জল সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে জানা যায়?
☞শক মহাক্ষত্রপ রুদ্রদামনের গিরনর বা জুনাগর শিলালেখ থেকে।
94) চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম কি ছিল?
☞কৌটিল্য বা চাণক্য।
95) বাংলার কোন রাজা "গৌড়েশ্বর" উপাধি গ্রহণ করেছিলেন?
☞লক্ষণ সেন।
96)বাংলার কোন রাজা "পরম বৈষ্ণব" উপাধি গ্রহণ করেছিলেন?
☞লক্ষণ সেন।
97)পল্লব বংশের কোন রাজা বাতাপির চালুক্য বংশের রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত ও নিহত করেছিলেন?
☞প্রথম নরসিংহ বর্মন।
98) গুজরাটের সুদর্শন সরোবর কে নির্মাণ করেছিলেন?
☞চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী পুষ্যগুপ্ত।
99) কুষাণ সম্রাট কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন?
☞চরক।(চরক সংহিতা গ্রন্থ রচনা করেছিলেন)।
100) সিংহল রাজ মেঘবর্মন কোন গুপ্ত সম্রাটের অনুমতিক্রমে গয়ায় একটি বৌদ্ধ নির্মাণ করেছিলেন?
☞সমুদ্র গুপ্ত।
☞সংস্কৃত ভাষায়।
82) ওদন্তপুরী মহাবিহার বা উদ্যানপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন
☞গোপাল।
83) ওদন্তপুরী মহাবিহার কোথায় গড়ে উঠেছিল?
☞বর্তমান বিহারের নালন্দা জেলার বিহার শরিফ।
84) ওদন্তপুরী মহাবিহার কে ধ্বংস করেছিলেন?
☞ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী।
85)"বিক্রমাংকদেবচরিত গ্রন্থটি কে রচনা করেন?
☞বিল্হন।
86)বিল্হন কোন রাজার সভাকবি ছিলেন?
☞কল্যাণে চালুক্য বংশের রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য।
87) পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
☞প্রথম মহিপাল।
88) কোন পাল রাজার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
☞দ্বিতীয় মহিপাল।
87) কোন পাল রাজা কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন?
☞রামপাল।
87) কৈবর্ত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?
☞দিব্য/দিব্বোক।
88)"দানসাগর" ও "অদ্ভুতসাগর" গ্রন্থ দুটি রচনা করেছিলেন?
☞বল্লাল সেন।
89) বাংলার কোন রাজা "অরিরাজ-মর্দন-শংকর" উপাধি গ্রহণ করেছিলেন?
☞লক্ষণ সেন।
90) কোন পল্লব রাজা "বাতাপিকোন্ডা" উপাধি গ্রহণ করেছিলেন?
☞প্রথম নরসিংহ বর্মন।
91) কোন সম্রাটের রাজত্বকালে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল?
☞কুষাণ সম্রাট কনিষ্ক।
92) গান্ধার শিল্প কোন কোন শিল্পশৈলী সংমিশ্রণ?
☞গ্রীক ও রোমান শিল্পশৈলী সংমিশ্রণ।
93) কোন শিলালেখ থেকে মৌর্য যুগের জল সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে জানা যায়?
☞শক মহাক্ষত্রপ রুদ্রদামনের গিরনর বা জুনাগর শিলালেখ থেকে।
94) চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম কি ছিল?
☞কৌটিল্য বা চাণক্য।
95) বাংলার কোন রাজা "গৌড়েশ্বর" উপাধি গ্রহণ করেছিলেন?
☞লক্ষণ সেন।
96)বাংলার কোন রাজা "পরম বৈষ্ণব" উপাধি গ্রহণ করেছিলেন?
☞লক্ষণ সেন।
97)পল্লব বংশের কোন রাজা বাতাপির চালুক্য বংশের রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত ও নিহত করেছিলেন?
☞প্রথম নরসিংহ বর্মন।
98) গুজরাটের সুদর্শন সরোবর কে নির্মাণ করেছিলেন?
☞চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী পুষ্যগুপ্ত।
99) কুষাণ সম্রাট কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন?
☞চরক।(চরক সংহিতা গ্রন্থ রচনা করেছিলেন)।
100) সিংহল রাজ মেঘবর্মন কোন গুপ্ত সম্রাটের অনুমতিক্রমে গয়ায় একটি বৌদ্ধ নির্মাণ করেছিলেন?
☞সমুদ্র গুপ্ত।
Many People search as these keywords like that
প্রাচীন ভারতের ইতিহাস,ভারতের ইতিহাস,প্রাচীন ভারতের ইতিহাস mcq,প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান |,প্রাচীন ভারতের কিছু ইতিহাস যা কেউ জানে না,প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব,প্রাচীন ভারতীয়,প্রাচীন ভারতীয় শেকড়,ভারতের ইতিহাসে কিছু বিশ্বাসঘাতক,প্রাচীন ভারতের ইতিহাস ⚫ ancient indian history, সম্রাট অশোকের ইতিহাস,ইতিহাস,রাজা হর্ষবর্ধনের ইতিহাস,প্রাচীন ডিএনএ,প্রাচীন সভ্যতা,সতীদাহ প্রথার নির্মম ইতিহাস,সিন্ধু সভ্যতার ইতিহাস,
indian history in bengali,indian history gk in bengali,ancient indian history in bengali,ancient indian history,indian history,important indian history gk in bengali,indian ancient history in bengali,indian history quiz in bengali,history in bengali,most important indian history gk in bengali,indian history mcq,history of ancient india in bengali,indian ancient history mcq in bengali for wbcs,ancient history of india in bengali,wbcs history